তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি
নরসিংদীতে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে নরসিংদী শিশু একাডেমিতে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সর্বোচ্চ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘চলমান সংকট নিরসনে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনের বিকল্প নেই’।প্রধান অতিথির বক্তব্যে ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, ‘সমাজে অন্যায়-অবিচার-অশান্তি মহামারি আকার ধারণ করেছে। মানুষ নানাভাবে চেষ্টা করছে এই অশান্তি থেকে মুক্তি পেতে। ইতোমধ্যে বাংলাদেশের সংবিধান ১৭ বার সংশোধন করা হয়েছে। নতুন নতুন আইন প্রণয়ন করা হয়েছে, আইনের ধারা উপধারা যুক্ত হয়েছে। কিন্তু কোনোভাবেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয় নি।হেযবুত তওহীদের ইমাম বলেন, মানুষের এই অশান্তির মূল কারণ তারা আল্লাহর বিধান ত্যাগ করে নিজেদের তৈরি বিধান চালু করেছে। মানুষকে শান্তি পেতে হলে অবশ্যই তাদেরকে আল্লাহর দেয়া বিধান মেনে নিতে হবে। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিটি অঙ্গনকে আল্লাহর দেয়া হুকুমের ভিত্তিতে ঢেলে সাজাতে হবে। হেযবুত তওহীদ সেই প্রস্তাবই তুলে ধরছে।নরসিংদী জেলার সাংগঠনিক সম্পাদক গোলজার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী, ঢাকা বিভাগের সভাপতি মাহবুব আলম মাহফুজ, কেন্দ্রীয় নারী বিষয়ক যুগ্ম সম্পাদক আয়শা সিদ্দিকা, নরসিংদী জেলা হেযবুত তওহীদের সভাপতি ফারুক মিয়া, নারায়ণগঞ্জ অঞ্চলের আঞ্চলিক আমির আরিফ উদ্দিন, নরসিংদী জেলা কমিটির নারী বিষয়ক সম্পাদক উম্মে হাফসা প্রমুখ।এসময় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শত শত নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠানশেষে অর্ধ শতাধিক শুভানুধ্যায়ী ফর্ম পূরণের মধ্য দিয়ে হেযবুত তওহীদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।