প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৫, ৫:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৫, ৫:০১ এ.এম
এআই প্রযুক্তিতে খামারের তাপ নিয়ন্ত্রণে সাফল্য
স্টাফ রিপোর্টার: মো: আল-আমীন আহমেদ, ময়মনসিংহ,
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী আল মোমেন খামারের পশুর হিট স্ট্রেস নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) একটি স্বয়ংক্রিয় প্রযুক্তি উদ্ভাবন করেছেন। অতিরিক্ত তাপমাত্রা ও আর্দ্রতার কারণে পশু দুর্বল হয়ে পড়ে, দুধ উৎপাদন কমে যায়। এই সমস্যার সমাধান খুঁজতেই পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক রকিবুল ইসলাম খানের তত্ত্বাবধানে এবং সহকারী অধ্যাপক এস এস আরিফুল ইসলামের সহায়তায় গবেষণা চালান মোমেন।উদ্ভাবিত প্রযুক্তিতে সেন্সরের মাধ্যমে খামারের তাপমাত্রা ও আর্দ্রতার তথ্য সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্লেষণ করে টিএইচআই (টেম্পারেচার-হিউমিডিটি-ইনডেক্স) গণনা করে। এর ভিত্তিতে এআই নিজেই সিদ্ধান্ত নেয় কখন ফ্যান চালু বা বন্ধ হবে। ফলে খামারিকে সশরীরে উপস্থিত থাকতে হয় না। সংগৃহীত তথ্য স্বয়ংক্রিয়ভাবে একটি ওয়েবসাইটে সংরক্ষণ হয়, যা খামারিরা যেকোনো সময় দেখতে পারেন।এই সাশ্রয়ী সমাধান প্রথমবার চালু করতে খরচ হবে প্রায় আড়াই হাজার টাকা এবং পরবর্তী সময়ে বছরে প্রায় এক হাজার টাকা ব্যয় হবে। প্রযুক্তিটি সাত দিন পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে, খামারিকে শুধু তথ্য দেখে পদক্ষেপ নিতে হয়। বিশ্বব্যাপী হিট স্ট্রেসের কারণে পশু খাতে প্রায় ৪০ বিলিয়ন ডলার ক্ষতি হয় বলে গবেষকরা উল্লেখ করেছেন।গবেষণার ফলাফল ইতোমধ্যে আন্তর্জাতিক কিউ-১ মানের 'স্মার্ট অ্যাগ্রিকালচারাল টেকনোলজি' জার্নালে প্রকাশিত হয়েছে। অধ্যাপক রকিবুল ইসলাম খান মনে করেন, এই প্রযুক্তি খামার ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, যা শ্রম ও খরচ কমিয়ে বিদ্যুৎ সাশ্রয়েও ভূমিকা রাখবে। ভবিষ্যতে এতে অ্যামোনিয়া, মিথেন ও কার্বন ডাই-অক্সাইড সেন্সর যুক্ত হলে এটি রূপ নেবে পূর্ণাঙ্গ প্রিসিশন লাইভস্টক ফার্মিং সিস্টেমে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত