প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫, ৩:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১২:০০ পি.এম
সেচ্ছাসেবী মিলনমেলা ২০২৫ ইং বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদ এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও কেন্দ্রীয় সম্মেলন ২৫
সামিরুল হক বাছির মাহমুদ ( ধর্মপাশা উপজেলা প্রতিনিধি)
বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৫, ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে। রক্তদানের মহৎ ব্রত ও মানবসেবার অঙ্গীকারকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীদের মাঝে দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ।সংগঠনটি প্রতিষ্ঠিত হয় ২৫ আগস্ট ২০২২ সালে। প্রতিষ্ঠার শুরু থেকেই অসহায় ও জীবন সংকটে থাকা মানুষদের পাশে দাঁড়াতে কাজ করে আসছে সংগঠনটি।প্রতিষ্ঠাতা সভাপতি: এম.এস. মাসুদপ্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি: মোঃ আজহারুল ইসলাম খাঁন স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা পরিচালক: মুহাঃ মিজানুর রহমানআয়োজকরা জানান, এ বিশেষ দিনটি শুধু সংগঠনের সদস্যদের জন্য নয়, বরং মানবতার সেবায় আগ্রহী সকলের জন্য এক মিলনমেলা। অনুষ্ঠানে থাকবে রক্তদাতাদের সম্মাননা প্রদান, নতুন স্বেচ্ছাসেবকদের অন্তর্ভুক্তি, সেমিনার ও আলোচনাসভা।কেন সকলকে আহ্বান জানানো হচ্ছে এ বিষয়ে প্রশ্ন করলেসংগঠনটির পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন,রক্তের অভাবে প্রতিদিন দেশের বহু মানুষ জীবন হারাচ্ছে। এ বাস্তবতা পরিবর্তন করতে হলে প্রতিটি মানুষকে রক্তদানে এগিয়ে আসতে হবে। তাই প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে, যেন মানবতার ডাকে সাড়া দিয়ে “রক্ত দিন, জীবন বাঁচান” মহৎ কার্যক্রমে অংশ নিতে পারে। ক্বওমী ব্লাড ডোনার পরিষদের পক্ষ থেকে জানানো হয়আমরা বিশ্বাস করি, রক্তদান শুধু দান নয়, এটি জীবনের প্রতি ভালোবাসার প্রকাশ। তাই আসুন, তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলে মিলিত হয়ে মানবতার এ মহৎ কাজে নিজেদের সম্পৃক্ত করি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত