প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫, ৩:২২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১১:১১ এ.এম
সুন্দরবনে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
মোঃ শামীম হোসেন - স্টাফ রিপোর্টার
সুন্দরবনে প্লাস্টিক ও পলিথিন দূষন প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন কর্মশালা ১৪ সেপ্টেম্বর রবিবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়েছে। বুড়িরডাবুর এস ইএসডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এনজিও রুপান্তর ও সুন্দরবন রক্ষা প্রকল্প কর্তৃক আয়োজিত এ দূষণ প্রতিরোধ কর্মশালায় স্কুলের প্রধান শিক্ষক সুকল্যান রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন হেলভেটাস জার্মানী ডোনার প্রতিনিধি নায়া, হেলভেটাস বাংলাদেশ প্রতিনিধি শাহরিয়ার মান্নান, রুপান্তরের সুন্দরবন সুরক্ষা প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর শুভাশিস ভট্টাচার্য এবং প্রজেক্ট অফিসার সাকী রেজওয়ানা। এছাড়াও কর্মশালায় বক্তব্য রাখেন, দাকোপ প্রেসক্লাবের নব- নির্বাচিত সভাপতি মোঃ শামীম হোসেন, সাংবাদিক দীপক রায়, রুপান্তর প্রতিনিধি বিপাশা রায়। উপস্থিত ছিলেন ইয়ুথ ফর সুন্দরবনের সদস্যবৃন্দ প্রমুখ। এ কর্মশালায় স্থানীয়গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও এ সচেতনামূলক কর্মশালায় প্লাষ্টিক ও পলিথিন বর্জ্য সম্পর্কিত বিষয়ে জারিগান ও পটগানের মাধ্যমে জনগনকে এর ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত