প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫, ৩:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১১:৩০ এ.এম
মেট্রোরেল এম ,আর ,টি ,টু প্রকল্পে সংযোগ করার দাবিতে, ,মানববন্ধন
মোহাম্মদ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
তারিখ, ১৪ ই সেপ্টেম্বর ২০২৫রোজ রবিবার, সকাল ১১টায়,স্থান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে,সভাপতিত্ব করেন,বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, সহ-সভাপতি আমরা নারায়ণগঞ্জবাসী,বিশেষ অতিথি,মাহাবুর রহমান, মাসুম,অধ্যাপক জাহাঙ্গীর আলম জাগুএডভোকেট, এ,বি, সিদ্দিক, নাগরিক কমিটি নারায়ণগঞ্জ,শ্রীনাথ চন্দ্র, কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ,,পপি নারী সরকার, সাবেক কমিশনার,জাহাঙ্গীর কবির খোকন, ক্রীড়া সম্পাদক, আমরা নারায়ণগঞ্জ বাসি,বক্তব্যে ,অ্যাডভোকেট ,এ,বি, সিদ্দিক জানান, নারায়ণগঞ্জ একটি বৃহত্তম শহর, এবং নারায়ণগঞ্জ সবচেয়ে বেশি কর দাতা হিসাবে প্রমাণিত হয়েছে, তারপরও কেন মেট্রো রেল থেকে বঞ্চিত হবে, তাহার কোনভাবেই মেনে নেওয়া যাবে না, আমরা নাগরিক কমিটি থেকে তাহার নিন্দা ও প্রতিবাদ জানাই,এডভোকেট জাহাঙ্গীর আলম জাদু, বলেন নারায়ণগঞ্জের কিছু স্বার্থবাদী গোষ্ঠী ষড়যন্ত্র করে মেট্রোরেল যেন ,নারায়ণগঞ্জ সংযোগ না হয় তাহার চেষ্টা করে যাচ্ছে,বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের প্রশাসন, ডিসি মহোদয় উদ্দেশ্য করে বলেন, আপনার নারায়ণগঞ্জেবাসীর পক্ষ হয়ে কাজ করুন, জনসাধারণের পক্ষে কথা বলুন, আমাদের দাবি ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ কে মেট্রো রেলের সংযোগ দাবি মেনে নেওয়ার আহ্বান জানান, অন্যথায় আগামীতে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনসাধারণের কে সাথে নিয়ে বৃহতম কর্মসূচি পালন করিতে বাধ্য হব,
প্রয়োজনে রাস্তায় নেমে প্রতিবাদ এর মাধ্যমে বাধ্য করব দাবি দেওয়া মেনে নেওয়া,
নারায়ণগঞ্জ বিভিন্ন সমস্যাবলী তুলে ধরেন নূর হোসেন মোল্লা মহোদয়,
সর্বশেষে, মেট্রোরেল এম আর টি, 2, প্রকল্প সংযুক্ত করার দাবি জানিয়ে মানববন্ধনের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত