মান্দায় প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
                    
					
					
				 	
					
					
					 
                        
                            
                            
                                
                                    
										
										
																			
								প্রতিনিধির নাম :								
																
								
								
                                    
                                    
                                        
                                            -    
											প্রকাশিত: 
																						সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫											
												
																																			
-  
											 
																																			২৩																				   
																						বার পড়া হয়েছে  
											
                                  
                                 
                             
                         
                     
					
					
						
					
					
                    
                         
						 
							
							 
                     
                    
                        
আলা আমিন নওগাঁ প্রতিনিধি 
নওগাঁর মান্দা উপজেলার পরানপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদকে লাঞ্ছিত করে পদত্যাগে বাধ্য করার ঘটনায় চরম ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক নেতারা। এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার দুপুরে মান্দা উপজেলা পরিষদ চত্বরে শিক্ষক সমাজের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বাশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য গোলাম সোরয়ার স্বপন, বাশিস মান্দা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন সরদার, মাদ্রাসা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব এবং মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সোহরাব হোসেন।সমাবেশে বক্তারা দাবি করেন, বিদ্যালয়ে কোচিং বাণিজ্য বন্ধে নোটিশ জারির পর থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। বিশেষ করে সহকারী শিক্ষক জিয়াউল হক জিয়া ও আব্দুর রহমান এ ষড়যন্ত্রের মূলহোতা হিসেবে কাজ করেছেন বলে অভিযোগ করেন তারা।তারা বলেন, ব্যবসায়িক স্বার্থে গত ১১ সেপ্টেম্বর জিয়াউল হকের কোচিংয়ে অধ্যয়নরত শতাধিক শিক্ষার্থীকে উসকে দিয়ে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ভাঙচুর, প্রধান শিক্ষকের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং তাকে জোর করে পদত্যাগে বাধ্য করা হয়।শিক্ষকনেতা গোলাম সোরয়ার স্বপন বলেন, ‘পরানপুর উচ্চবিদ্যালয়ের ঘটনা মান্দার শিক্ষক সমাজকে ব্যথিত ও আতঙ্কিত করেছে। শিক্ষককে লাঞ্ছনা, শ্রেণিকক্ষ ভাঙচুর, মোটরসাইকেল পোড়ানো এসব অপরাধের সাথে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।’সমাবেশ শেষে শিক্ষক নেতারা মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সার্থী বলেন, এ সংক্রান্ত একটি স্মারকলিপি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#
                     
					
					
					
					
										
                    
                        
সংবাদটি শেয়ার করুন
                    
                    
					
					
					
					 
			 				   
				   	
			 
			 				   				
				
					
									
                    
                       আরো সংবাদ পড়ুন