খুলনায় ১০৩ কেজি হরিণের মাংস উদ্ধার /শিকারি আটক
                    
					
					
				 	
					
					
					 
                        
                            
                            
                                
                                    
										
										
																			
								প্রতিনিধির নাম :								
																
								
								
                                    
                                    
                                        
                                            -    
											প্রকাশিত: 
																						সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫											
												
																																			
-  
											 
																																			২৪																				   
																						বার পড়া হয়েছে  
											
                                  
                                 
                             
                         
                     
					
					
						
					
					
                    
                    
                        
মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার
খুলনার কয়রায় ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা এবং শিকারের ফাঁদসহ এক শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।আটকৃত হরিণ শিকারী খুলনা জেলার কয়রা উপজেলার আংটিহারা গ্রামের মৃত সাত্তার আলী গাজী ছেলে মিজানুর রহমান। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রা ছোট অংটিহারা এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা ও প্রায় ৩০০ মিটার দীর্ঘ শিকারের ফাঁদসহ এক শিকারিকে আটক করা হয়।পরবর্তীতে জব্দকৃত মাংস, মাথা, ফাঁদ ও আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় পাঠানো হয়েছে।
                     
					
					
					
					
										
                    
                        
সংবাদটি শেয়ার করুন
                    
                    
					
					
					
					 
			 				   
				   	
			 
			 				   				
				
					
									
                    
                       আরো সংবাদ পড়ুন