আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মান্দায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
                    
					
					
				 	
					
					
					 
                        
                            
                            
                                
                                    
										
										
																			
								প্রতিনিধির নাম :								
																
								
								
                                    
                                    
                                        
                                            -    
											প্রকাশিত: 
																						সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫											
												
																																			
-  
											 
																																			২৮																				   
																						বার পড়া হয়েছে  
											
                                  
                                 
                             
                         
                     
					
					
						
					
					
                    
                         
						 
							
							 
                     
                    
                        
নওগাঁ প্রতিনিধি: আল আমিন
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী ।এছাড়াও সভায় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা বিএনপি’র সভাপতি এম এ মতিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল,সিনিয়র সহ-সভাপতি মোখলেসুর রহমান মকে, সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কুমার বিশ্বজিৎ সরকার, জামায়াতে ইসলামী আমির ডা. আমিনুল ইসলাম, সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রকিব, বাংলাদেশ সেনাবাহিনী লেফটেন্যান্ট তানভীর, মান্দা থানা তদন্ত কর্মকর্তা আব্দুল গনি, মান্দা ফায়ার সার্ভিস ইনচার্জ শফিউল ইসলাম, কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল,আনসার ও ভিডিপি কর্মকর্তা আফজা খাতুন ইলা, উপজেলা সকল পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক, গণমাধ্যম কর্মীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সভায় আসন্ন দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সামাজিক সম্প্রীতি বজায় রেখে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়।এছাড়াও সভায় বক্তারা বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দঘন দুর্গাপূজা নিশ্চিত করতে চাই।”দুর্গাপূজা এটি একটি সার্বজনীন উৎসব। এই উৎসবকে ঘিরে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, সেজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।সভায় পূজা উদযাপন কমিটির নেতারা প্রশাসনের প্রতি বিভিন্ন দিক থেকে সহযোগিতার অনুরোধ জানান এবং প্রশাসনও পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।উল্লেখ্য, এবছর উপজেলায় ১১৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।#
                     
					
					
					
					
										
                    
                        
সংবাদটি শেয়ার করুন
                    
                    
					
					
					
					 
			 				   
				   	
			 
			 				   				
				
					
									
                    
                       আরো সংবাদ পড়ুন