ঝিনাইগাতীতে সচেতনামূলক সভা: মাদক, জুয়া ও সন্ত্রাস প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
-
৬
বার পড়া হয়েছে

ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের কোনাগাঁও চৌরাস্তা বাজারে শুক্রবার (১২সেপ্টেম্বর) রাত ৮টায় মাদক, জুয়া, চুরি, সন্ত্রাস ও ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমিন। তিনি বলেন, “মাদক, জুয়া, চুরি কিংবা সন্ত্রাস—যে কোনো ধরনের অপরাধ সমাজ ও দেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ। এইসব অপরাধ প্রতিরোধে পুলিশ একা নয়, সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে নৈতিকতার আলোয় গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব নিতে হবে। আপনাদের সহযোগিতা ছাড়া অপরাধ দমন সম্ভব নয়।”সভায় আরো উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মো. গোলাম নূর, সদর ইউনিয়নের ৪, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, মুরুব্বী ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।আলোচনা সভায় বক্তারা সমাজে চলমান অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান এবং একটি শান্তিপূর্ণ ও নিরাপদ ঝিনাইগাতী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।সভায় উপস্থিত স্থানীয় জনগণ প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, তারা আর মাদক, জুয়া কিংবা অসামাজিক কর্মকাণ্ডে কাউকে প্রশ্রয় দেবেন না। পাশাপাশি তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সামাজিক নজরদারি ও অভিভাবকীয় ভূমিকা আরও জোরদার করার প্রতিজ্ঞা করেন। বক্তারা বলেন, “আমরা সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই, তবে ঝিনাইগাতী হবে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত এলাকা।”
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন