বগুড়ায় পুলিশের মাদক বিরোধী অভিযানে চারজন গ্রেপ্তার
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
-
২২
বার পড়া হয়েছে

বগুড়া : প্রতিনিধি
বগুড়ার মোকামতলা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা ও ২৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা- টাঙ্গাইলের শফিপুর উপজেলার সিলিমপুর শেখচানা এলাকার শাহাদাত হোসেন (২২), কালু মিয়া (৩০), কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম ধনীরাম মহল্লার ঈদুল মিয়া (৩০), ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি এলাকার রবিউল ইসলাম (২১)।শুক্রবার বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনদিনের পৃথক অভিযানে গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে।জানা গেছে, শিবগঞ্জ উপজেলার মুরাদপুর এলাকার রংপুর-ঢাকা মহাসড়কে টানা তিনদিন চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করে মোকামতলা পুলিশ। ২৪০ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল উদ্ধারসহ হাতেনাতে দুইজন গ্রেপ্তার হয়। পরদিন চেকপোস্টে এনএস পরিবহনের বাস তল্লাশি করে চার কেজি গাঁজা পাওয়া যায়। গ্রেপ্তার হয় আরও একজন। সবশেষ শুক্রবার চেকপোস্ট বসিয়ে দুই কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন