সৌদিতে ট্রাফিক আইন ভায়োলশনের জন্য ডিপোর্ট করে দিবে
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
-
৬
বার পড়া হয়েছে

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি
আপনি জানেন কি, কিছু ট্রাফিক ভায়োলেশনের জন্য বিদেশী নাগরিককে ডিপোর্টের অর্ডার ও হতে পারে? জি, সম্প্রতি এমনই একটি আইন হয়েছে সৌদিতে। যেসকল ট্রাফিক ভায়োলেশনের কারণে জননিরাপত্তা হুমকীর মুখে পরে এমন ভায়োলেশন যদি কোন বিদেশী নাগরিকদের দ্বারা সংগঠিত হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক এতে দোষী প্রমাণিত হয়, তাহলে তাঁকে সৌদি হতে ডিপোর্ট করা হবে এবং পুনরায় সৌদিতে এন্ট্রি ব্যান করা হবে।এখন আমাদের জানতে হবে কোন কোন ভায়োলেশন জননিরাপত্তা হুমকীর মুখে ফেলে?ক. অত্যধিক স্পীড (আমাদের ভাষায় আন্ধাকুন্ধা গাড়ি চালানো। ১৪০ এর রাস্তায় ১৭০ চালানো, ১২০ এর রাস্তায় ১৭০ চালানো, ৮০ এঁর রাস্তায় ১৩০ চালানো)
খ. উলটা দিকে গাড়ি চালানো
গ. সিগনাল রেড থাকা অবস্থায় ক্রস করা
ঘ. মাদক গ্রহণ করে গাড়ি চালানো
ঙ. কার্যকর ব্র্যাক সিস্টেম ও লাইট ছাড়া গাড়ি চালানো
চ. ড্রিফটিং
ছ. নির্ধারিত ওজনের বেশি মালামাল লোড করা
জ. যাত্রী বসার যায়গা ছাড়া অন্যত্র যাত্রী বসানো (ওয়ান এইটের পেছনে ডালাতে যাত্রী নেয়া)গাড়ি চালান? সাবধানে চালান। সময় আর অর্থই সব না। অত্যধিক স্পীডে গাড়ি চালানোর পূর্বে একবার নিজের পরিবারের কথা ভাবুন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন