প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৬:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ৩:৩২ পি.এম
সুন্দরবনে পলিথিন প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানী
মোঃ শামীম হোসেন- স্টাফ রিপোর্টার
সুন্দরবন ও তার সংলগ্ন অঞ্চল সমূহে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এ শুনানীর আয়োজন করেন। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার বুড়িরডাবুর এস ইএসডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে কমপ্লেক্সের হল রুমে স্কুলের প্রধান শিক্ষক সুকল্যান রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত অধ্যাপক চালনা এম এম কলেজের গৌরাঙ্গ রায়, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন, রুপান্তর প্রতিনিধি বিপাশা রায়, লাউডোব ফরেস্ট স্টেশন ঢাংমারী ফরেস্ট কর্মচারী মোঃ আজাদ খান, রবীন্দ্রনাথ মন্ডল, সমাজকর্মী ইসরাফিল বয়াতি। এছাড়াও উপস্থিত ছিলেন ইয়ুথ ফর সুন্দরবনের সদস্যবৃন্দ প্রমুখ। এই সমাবেশে শিক্ষক মন্ডলী, অভিবাভকসহ স্থানীয়গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এখানে এলাকাবাসীরা বলেন সুন্দর বন আমাদের মায়ের মতো তাই আসুন সকলে মিলেমিশে এই সুন্দর বনকে রক্ষা করতে এগিয়ে আসি। সুন্দর বনকে রক্ষা করতে না পারলে আমারা ধ্বংসের মুখে পতিত হবো। তাই সুন্দর বনে যারা ভ্রমণের নামে পলিথিন ও প্লাস্টিক ফেলে বনের পরিবেশ নষ্ট করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত