ময়মনসিংহে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
-
৮
বার পড়া হয়েছে

এস. এম. কে. মিজান ময়মনসিংহ ময়মনসিংহ।
বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক ময়মনসিংহ জেলার মনোনীত এমপি প্রার্থীদের নিয়ে গণমাধ্যম কর্মী ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরতে আয়োজিত এ সভায় ধর্ম, বর্ণ ও ভিন্নমত নির্বিশেষে সবার জন্য খেলাফতের গুরুত্ব তুলে ধরা হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ) রাত ৮টায় শহরের সারিন্দা রেস্টুরেন্টে বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় খেলাফত মজলিসের নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের অঙ্গীকার, কর্মপরিকল্পনা এবং সমাজে শান্তি, ন্যায় ও সমতার ভিত্তিতে খেলাফত প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, “ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে খেলাফত সবার জন্য সমান অধিকার ও ন্যায়বিচারের প্রতিশ্রুতি দেয়।” মতবিনিময় সভায় জেলা ও মহানগর খেলাফত মজলিসের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন