প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১১:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ৬:৪২ এ.এম
ঢাকায় শুরু হলো ২৪তম টেক্সটাইল ও গার্মেন্টস প্রদর্শনী
ভালুকা প্রতিনিধি: মো: আল-আমীন আহমেদ
ঢাকা, ১১ সেপ্টেম্বর:বাংলাদেশের বস্ত্র ও পোশাক শিল্পে বিশ্বমানের প্রযুক্তি, যন্ত্রপাতি ও কাঁচামাল সরবরাহে বহুল আলোচিত প্রদর্শনী “২৪তম টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন” আজ থেকে রাজধানীতে শুরু হয়েছে। এ প্রদর্শনী চলবে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।এ প্রদর্শনীর মূল তিনটি অংশ হচ্ছে— আন্তর্জাতিক টেক্সটাইল ও পোশাক শিল্পের প্রযুক্তি ও যন্ত্রপাতি প্রদর্শনী। আন্তর্জাতিক সুতা, ফেব্রিক, ট্রিমস ও অ্যাকসেসরিজ প্রদর্শনী। আন্তর্জাতিক ডাইস্টাফ, ফাইন ও বিশেষায়িত কেমিক্যালস প্রদর্শনী।বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (BCFEC), পূর্বাচলে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। তারা বস্ত্রশিল্পে ব্যবহৃত অত্যাধুনিক মেশিনারি, সুতা, ফেব্রিক, ট্রিমস ও অ্যাকসেসরিজ, ডাইস্টাফ ও কেমিক্যালস প্রদর্শন করবে।আয়োজক প্রতিষ্ঠান সেমস গ্লোবাল (CEMS Global) জানায়, গত ২৪ বছর ধরে নিয়মিতভাবে আয়োজিত এই প্রদর্শনী বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে বড় ভূমিকা রেখে আসছে। এটি দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদি ও বিশ্বস্ত শিল্প প্রদর্শনী হিসেবে স্বীকৃত।প্রদর্শনীর মাধ্যমে দেশি উদ্যোক্তারা আন্তর্জাতিক প্রযুক্তি ও কাঁচামালের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে শিল্পের নতুন সম্ভাবনা, ব্যবসায়িক নেটওয়ার্কিং এবং রপ্তানির নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত