মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল-১) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কর্নেল আজাদ পদপ্রার্থী
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
-
১০
বার পড়া হয়েছে

টাঙ্গাইল জেলা প্রতিনিধি তাজলিমা খাতুন।
টাঙ্গাইলের মধুপুর-ধনবাড়ী ১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশা করছেন কর্নেল আজাদ।
এলাকায় শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনসেবামূলক কাজে অবদান রাখায় ইতোমধ্যেই তিনি সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।স্থানীয় সূত্র জানায়, কর্নেল আজাদ দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে দরিদ্র পরিবারের সন্তানদের উচ্চ শিক্ষা নিশ্চিত করতে তিনি ব্যক্তিগত উদ্যোগে ২২ জন শিক্ষার্থীর লেখাপড়ার সম্পূর্ণ খরচ বহন করছেন। পাশাপাশি এলাকার বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কার্যক্রমেও তাঁর অবদান উল্লেখযোগ্য।জনপ্রতিনিধি হিসেবে জন গণের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে কাজ করতে চান বলে জানিয়েছেন কর্নেল আজাদ। তিনি বলেন, রাজনীতি আমার কাছে মানুষের সেবা করার সুযোগ। এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার ও ধর্মীয় প্রতিষ্ঠানের অগ্রগতির জন্য আজীবন কাজ করে যেতে চাই।মধুপুর-ধনবাড়ী অঞ্চলের মানুষও তাঁকে এমপি হিসেবে দেখতে চায়। স্থানীয়রা মনে করেন, কর্নেল আজাদ নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে এবং গরিব-অসহায় মানুষ প্রকৃত পক্ষে উপকৃত হবে।সার্বিক ভাবে, টাঙ্গাইল-১ আসনে কর্নেল আজাদ এখন জনগণের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।অভিযান নিউজ টিভি সংবাদ ধনবাড়ী -মধুপুর,টাঙ্গাইল।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন