ঝিনাইগাতীতে হাঁসের খামার গড়ে স্বপ্ন দেখছেন আব্দুস সামাদ
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
-
৩
বার পড়া হয়েছে

ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার প্রতাব নগর গ্রামে নতুন করে হাঁসের খামার গড়ে তুলেছেন আলহাজ্ব আব্দুস সামাদ। দীর্ঘদিন ঢাকায় বসবাসের পর প্রায় সাত বছর আগে তিনি নিজ গ্রামে ফিরে আসেন। এরপর গ্রামে জমি ক্রয় করে বসতি গড়েন এবং কৃষি ও পশুপালনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেন।আব্দুস সামাদ স্থানীয়ভাবে দুই একর আয়তনের একটি পুকুর ১০ বছরের জন্য লিজ নিয়ে সেখানে মাছ চাষ শুরু করেন। পাশাপাশি দেশি হাঁসের খামার গড়ে তোলেন। বর্তমানে তার খামারে প্রায় তিন হাজার হাঁস রয়েছে, যেগুলো প্রতিদিন ডিম দিচ্ছে। সেই ডিম স্থানীয় বাজারে বিক্রি করে তিনি ভালো আয় করছেন।তিনি জানান, ‘মাছ ও হাঁসের সমন্বিত খামার করে যে পরিমাণ বিনিয়োগ করেছি, আশা করছি তার দ্বিগুণের বেশি লাভ হবে। এ উদ্যোগ সফল হলে সামনে আরও বড় আকারে খামার করার পরিকল্পনা রয়েছে।’তার খামারের মাধ্যমে ইতোমধ্যে দুইজন বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে। একজন মাসে ১৫ হাজার টাকা এবং অন্যজন ৮ হাজার টাকা বেতনে কাজ করছেন। খামারটি এলাকায় দৃশ্যমান হওয়ায় অনেক শিক্ষিত বেকার যুবক এখন একই ধরনের উদ্যোগ নেওয়ার কথা ভাবছেন।এ বিষয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এ.টি.এম. ফায়েজুর আকন্দ বলেন, ‘আমি খামারটি পরিদর্শন করেছি এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি। রোগবালাই নিয়ন্ত্রণেও খামারকে সহায়তা করা হয়েছে। এ ধরনের খামার থেকে ভালো লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বেকার যুবকরা প্রশিক্ষণ গ্রহণ করে এ পেশায় আগ্রহী হয়, তাহলে তারা যেমন স্বাবলম্বী হতে পারবে, তেমনি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।’স্বপ্নবাজ এই উদ্যোক্তার সফলতা এখন ঝিনাইগাতীর তরুণদের জন্য প্রেরণার উৎস হয়ে উঠেছে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন