খুলনার দাকোপে প্রতিপক্ষের হামলায় গৃহবধু নিহত
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
-
৩
বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার খুলনার দাকোপের পল্লীতে গরুতে ধান খাওয়াকে কেন্দ্র করে বিরোধে প্রতিপক্ষের হামলায় গৃহবধু নিহত। ঘটনার পর ঘাতক পালিয়ে যায়, তবে পুলিশ তার মাকে হেফাজাতে নিয়েছে। এলাকাবাসী ও দাকোপ থানা পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার গুনারী ২ নং ওয়ার্ডে সোমবার সকাল আনুমানিক ৯ টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায় বিষ্ণুপদ মন্ডলের গরুতে প্রতিবেশী মিলন গোলদারের ক্ষেতের ধান খায়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মিলন গোলদার (৩৫) পিং মৃঃ কালীপদ গোলদার বিষ্ণুপদ মন্ডল ও তার পুত্র অলোক মন্ডলকে বেধড়ক মারপিট করে। এ সময় স্বামী সন্তানকে বাঁচাতে রেখা মন্ডল (৪০) এগিয়ে গেলে ঘাতক মিলন তাকে প্রথমে লাঠি দিয়ে আঘাত করে। এরপর ইট দিয়ে উপর্যপুরী আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পরই ঘাতক মিলন গোলদার পালিয়ে যায়। হতাহতের খবর পেয়ে দাকোপ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপন্থিত হয়। পুলিশ ঘাতক মিলন গোলদারের মা চিরতা গোলদারকে তাৎক্ষনিক হেফাজাতে নেয়। জানা গেছে তিনিও এ ঘটনায় জড়িত ছিলেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। জানা গেছে জমিজমা নিয়ে দু’পরিবারের মাঝে পূর্ব বিরোধ ছিল। এ ঘটনায় আহত পিতা পুত্র দাকোপ উপজেলা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুদীপ বালা। এ বিষয়ে জানতে চাইলে দাকোপ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানায়, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আমরা তাৎক্ষনিকভাবে অভিযুক্তের মা চিরতা রানী গোলদারকে হেফাজাতে নিয়েছি। তাছাড়া প্রধান অভিযুক্ত মিলন গোলদারকে গ্রেফতার করতে পুলিশের একাধীক টিম মাঠে আছে। আশা করছি খুব দ্রুত তাকে আইনের আওতায় আনতে পারবো।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন