আশুগঞ্জ-সরাইল আসনে স্বতন্ত্র প্রার্থী মো: শরীফুল হক কার্জন
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
-
৩
বার পড়া হয়েছে

আশুগঞ্জ-সরাইল আসনে স্বতন্ত্র প্রার্থী মো: শরীফুল হক কার্জন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়ীয়া-২ (আশুগঞ্জ ও সরাইল) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনাব মো: শরীফুল হক কার্জন। তিনি বর্তমানে যুক্তরাজ্যের ওয়েস্ট মিনিস্টারের ল- ইনফোর্সম্যান্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ব্রাহ্মণবাড়ীয়া জেলা সমিতি ইউকে’র সাধারণ সম্পাদক হিসেবেও তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।নিজ এলাকার উন্নয়ন ও মানুষের সার্বিক কল্যাণে কাজ করার প্রত্যয়ে তিনি সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। আশুগঞ্জ ও সরাইলের সর্বস্তরের জনগণের কাছে তিনি দোয়া ও ভালোবাসা কামনা করেছেন।মো: শরীফুল হক কার্জন বলেন, “আমি চাই জনগণের পাশে থেকে সর্বদা তাদের কল্যাণে কাজ করতে। আশুগঞ্জ-সরাইল আসনের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন আনাই আমার মূল লক্ষ্য।”স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রবাসে দায়িত্বশীল পদে থেকে দীর্ঘদিন সমাজের জন্য কাজ করার অভিজ্ঞতা এবার তার রাজনীতির মাঠেও ইতিবাচক প্রভাব ফেলবে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন