সৌদি আরব রিয়াদে বাংলাদেশী চক্র
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
-
৮
বার পড়া হয়েছে

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি
এরা প্রথমত সৌদি আরবের বিভিন্ন ছোট ছোট শহরকে টার্গেট করে। কোন এক শহরে গিয়ে অবস্থান নেয় এভং পরিচয় দেয় কুয়েত বা কাতার থেকে আসছে। সেখানে অবস্থা নরত কোন দোকানের সাথে ভালো একটা সম্পর্ক করে ফেলেন। এক পর্যায়ে তাদের কাছে দিনার বা ডালার আছে এখন সৌদি রিয়ালে কনভার্ট করতে হবে কোথাও করতে পারছেনা এমন দুশ্চিন্তা দেখায়। এক পর্যায়ে যে দোকানের সাথে ভালো সম্পর্কে হয় সে দোকানিকে ভালো লাভের কথা বলে তার ব্রেইন ওয়াস করে নকল দিনার দিয়ে রিয়াল ক্যাশ করে সে শহর থেকে পালিয়ে যায়।এই ঘটনা আপনার কাছে নতুন না? আমাদের কাছেও নতুন। আর তাই সবাইকে সতর্ক করা। এমনি ঘটনা ঘটেছে সৌদি আরবের হাফার আল বাতেন শহরে এক ব্যবসায়ীর সাথে। একে যেখানে দেখবেন ধরুন। আটক করুন। আমাদের জানান। আমরা ভুক্তভোগীদের পাঠিয়ে দিব আপনাদের কাছে ।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন