সোনার বাংলা জুয়েলারিতে এক মাস আগের চুরির অভিযোগে কিশোরী আটক
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
-
৬
বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর সোনার বাংলা মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত সোনার বাংলা জুয়েলারিতে এক মাস আগে সংঘটিত স্বর্ণের নাকফুল চুরির ঘটনায় এক কিশোরীকে আটক করা হয়েছে।অভিযুক্ত কিশোরীর নাম ঝুমুর (১৩)। তার বাড়ি ভেলি ব্রিজ এলাকায়।জানা যায়, প্রায় এক মাস আগে দোকানের ভিড়ের সুযোগে ঝুমুর দোকান থেকে নাকফুল চুরি করে পালিয়ে যায়। ঘটনার পর দোকান মালিক সিসিটিভি ফুটেজে ঘটনাটি সংরক্ষণ করেন।গতকাল ঝুমুর আবারও একই মার্কেটে গেঞ্জি কিনতে গেলে দোকান মালিক সিসিটিভি ফুটেজের সাথে মিলিয়ে তাকে চিনে ফেলেন। পরে দোকান কর্তৃপক্ষ তাকে আটক করে রাখে।এ ঘটনায় পুরো মার্কেটে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিনের সন্দেহ অবশেষে দূর হয়েছে। চোর ধরা পড়ায় তারা কিছুটা স্বস্তি পেলেও ভবিষ্যতে নিরাপত্তা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন