জনতার মেয়র শরিফুল ইসলাম শরিফ ভাইয়ের ফুটবল মার্কায় ভোট দিন
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
-
৫
বার পড়া হয়েছে

মো:বেলাল হোসেন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : মুখের দিকে তাকালেই যেমন সাহস পাওয়া যায়। তেমনি কিছু নাম হয়। যেগুলো সংকটে শেষ ভরসা হয়ে দাঁড়ায়। শরীফ ভাই তেমনই এক নাম।এই সময়ের রাজনীতিতে যেখানে অনেকে দায়িত্ব এড়িয়ে চলে, সেখানে শরীফ ভাই দাঁড়িয়ে ছিলেন সোজা হয়ে।মাথা নোয়ান নি, আবার কারও কথাও ফেলেন নি। এই ব্যাপারটি তাঁকে সবার থেকে আলাদা করে তোলে।তিনি শুধু দলের নেতা নন, এলাকার মানুষ। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। দলের দুঃসময়ে সামনে থেকে পথ দেখান।কারও মুখে যখন শোনা যায়, এই কাজটা কেবল শরীফ ভাই পারবেন। তখনই বোঝা যায়। একটা নাম কিভাবে একটা আশ্বাসে পরিণত হয়।সবাই শরীফ হতে পারে না।নামের মতো মনও হতে হয় পরিপাটি,চিন্তায় থাকতে হয় দায়িত্ববোধ।তিনি না থাকলে কিছু কাজ সত্যিই আটকে থাকে। কারণ, তাঁর মতো করে আর কেউ করে না।
#BNP #Thakurgaon #politics
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন