সৌদি আরব রিয়াদ মানপুয়া প্রবাসী মো এনামুল আত্মহত্যা করেছেন
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
-
৭
বার পড়া হয়েছে
Oplus_16908288

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি
হায়রে প্রবাস আরেক টি তাজা প্রাণ ঝরে গেল
কি দোষ ছিলো তার আসলে কি আমরা মানুষ নাকি অন্য কিছু কি ভাবে আমরা একজন মানুষ হয়ে আরেক টা মানুষের সাথে এই রকম অন্যায় অত্যাচার করতে পারি আমরা সবাই এই দুনিয়াতে মুসাফির সবাইরি একদিন চলে যেতে হবে কিন্তু এই ছেলে টাকে এই দালাল নাম তারেক গাজীপুর বাড়ি ও হচ্ছে সৌদি আরবে লোক নেন গ্রামের সহজ সরল মানুষকে ছলে বলে কৌশলে তাদের কে বলে যে ভালো চাকরি দিবে প্রবাসে তাই বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেন,এই ঘটনাটি সৌদি আরব রিয়াদ মানফুয়া সোনালী মসজিদ।যে ছেলেটি আত্মহত্যা করেছেন নাম এনামুল, মৃত্যুকালে বয়স ২২বছর, ছেলেটি এতিম বাবা মা কেউ নেই, কতো স্বপ্ন, নিয়ে বুকে পাথর বেঁধে বাংলাদেশ ছেড়ে শোদো একটু পরিবার কে ভালো রাখার জন্য প্রবাস জীবন, এই ছেলে টাকে মানসিকভাবে টর্চার করেছেন এই দালাল তারেক সৌদি আরবে এখনো তার ঘরে ১০ থেকে ১২ জন লোক পাওয়া যাবে বাংলাদেশি না জানি আরো কতো মায়ের বুক খালি করবেন এই বাংলাদেশের নাগরিক গাজীপুর বাড়ি তারেক দালাল আমি প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি ওকে ও ওর সাথে যারা যারা আছেন সবাইকে আইনের আওতায় আনার জন্য অনুরোধ করছি🙏দালালের মোবাইল নাব্বার 0575687575, 01777950135 আর আমার facebook বন্ধুদের সবার কাছে অনুরোধ করে বলছি সবাই শেয়ার করে দিবেন। আর কারো মায়ের বুক জানি খালি না হয় এই তারেক দালালের হাতে
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন