শরিফুল ইসলাম শরীফ ভাইয়ের মার্কা ফুটবল ফুটবল মার্কায় ভোট দিন
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
-
৪
বার পড়া হয়েছে

মোঃ বেলাল হোসেন ঠাকুরগাঁ জেলা প্রতিনিধি,
ঠাকুরগাঁ জেলা কৃতি সন্তান ঠাকুরগাঁও জেলা বিএনপির রাজনৈতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রের নাম শরিফুল ইসলাম শরীফ তিনি বর্তমানে জেলা বিএনপি’র অর্থ বিষয়ক সম্পাদক পৌর বি এন পির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তর দীর্ঘ তিনি দিনের ত্যাগ সততা সাহস আর নিবেদিত প্রাণ নেতৃত্বে ইতিমধ্যে প্রমাণ করেছে তিনি যোগ্য সংগঠক ও কর্মীবান্ধব নেতা।শরিফুল ইসলাম শরীফ সব সময় কর্মীদের পাশে থেকেছেন সুখে দুঃখে ছুটে গেছেন সাধারণ মানুষের কাছে।দূর সময়ে দলের পাশে যেই নেতা ছিলেন তিনি হলেন আমাদের শরিফুল ইসলাম শরীফ ভাই। তিনি একজন ক্রিয়া ব্যক্তিত্ব তিনি গ্রামগঞ্জের প্রতিটি মানুষের অন্তরে রয়েছেন ।তিনি সংগ্রাম করতে গিয়ে স্বৈরাচার সরকারের আমলে কারা নির্যাতিত হয়েছেন, শরিফ ভাইয়ের প্রতিটি পদক্ষেপ ফুটে উঠেছে দেশের প্রতি দায়িত্ববোধ তাই তিনি আজ সকল নেতা কর্মীর আস্থার ঠিকানা।আগামী ৮ই সেপ্টেম্বর ঠাকুরগাও জেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন এই সম্মেলনে জনতার মেয়র জনাব শরিফ ভাইয়ের মার্কা ফুটবল মার্কা এই ফুটবল মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করে ঠাকুরগাও জেলা বাসীর সেবা করার সুযোগ দিন। শরিফ ভাইয়ের সালাম নিন ফুটবল মার্কায় ভোট দিন,কৃষক শ্রমিকের সালাম নিন ফুটবল মার্কায় ভোট দিন, মুরুব্বিদের সালাম নিন ফুটবল মার্কায় ভোট দিন,
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন