প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ১১:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ৪:৫২ এ.এম
ডিবি বগুড়া’র বিশেষ অভিযানে ০৩ (তিন কোটি) টাকা মুল্যের সাপের বিষ উদ্ধার ও ০২ জন আসামী গ্রেফতার
বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম অদ্য ০৫/০৯/২০২৫ খ্রি. ১৭:০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানার ঠনঠনিয়া মন্ডলপাড়া জনৈক মোঃ ফেরদৌস (৭৪), পিতাঃ মৃত আঃ মজিদ এর হেফাজতে থাকা অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ফ্রান্স থেকে নিয়ে আসা মুল্যবান সাপের বিষ (কোবরা) নিজ হেফাজতে রেখে তা বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া ডিবির একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে বগুড়া সদর থানার ঠনঠনিয়া মন্ডলপাড়া শহীদ নগর জনৈক আঃ রউফ এর বসতবাড়ীর দক্ষিন পাশে পাকা রাস্তার উপর আসামী ০১। মোঃ ফেরদৌস (৭৪), পিতাঃ মৃত আঃ মজিদ, ঠনঠনিয়া, মন্ডলপাড়া ০২। মোঃ রমজান আলী (৫৫), পিতাঃ মৃত আজিমুদ্দিন প্রাঃ, সাং- গোহাইল সুত্রাপুর, উভয় থানা ও জেলাঃ বগুড়াদের আটক করে। তাদের হেফাজতে থাকা ০১ টি বড় কাগজের কার্টুনের মধ্যে ০৫ টি কাঁচের পাত্রের মধ্যে রাখা সাপের বিষ। সাপের বিষ তরল, পাউডার ও দানাদার আকারে কাচের জারে পাওয়া যায়। প্রতিটি জারে ইংরেজিতে RED DRAGON COMPANY, MADE IN FRANCE লেখা আছে, যার আনুমানিক বাজার মুল্য ০৩ (তিন) কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা সাপের বিষ চোরাচালানের মাধ্যমে বিদেশ হতে এনে বিক্রয়ের উদ্দেশ্যে হেফাজতে রেখেছিল বলে স্বীকার করে।আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত