ঝিনাইগাতীতে বন্যহাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৬ লাখ ৭৩ হাজার টাকার চেক প্রদান
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
-
৬
বার পড়া হয়েছে

ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম
শেরপুরের ঝিনাইগাতীতে বন্যহাতির তাণ্ডবে ফসল ক্ষতিগ্রস্তদের মাঝে বন বিভাগ ক্ষতিপূরণের চেক বিতরণ করেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) উপজেলার মধুটিলা ফরেস্ট রেঞ্জে এই চেক বিতরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ি এলাকায় বন্যহাতি তাণ্ডবে ঘরবাড়ি ভাঙচুর ও ফসলের ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবারকে ৬ লাখ ৭৩ হাজার হাজার টাকার চেক বিতরণ করা হয়। এ সময় শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, মধুটিলা রেঞ্জ অফিসার মো. দেওয়ান আলী, রাংটিয়া রেঞ্জ অফিসার মো. আব্দুল করিম, সমশ্চূড়া বিট অফিসার মো. কাউছার হোসেন, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও মধুটিলা ইকোপার্কের ইজারাদার মো. মজিবর রহমান চৌধুরীসহ স্থানীয় ইআরটি সদস্যগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন