আলীকদমে বিএনপি কর্মীর মৃত্যুতে জেলা বিএনপি সদস্য সচিবের শোক প্রকাশ
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
-
৩৭
বার পড়া হয়েছে

আশরাফ উদ্দিন আলীকদম প্রতিনিধি:
আলীকদম উপজেলার একজন সাধারণ কর্মীর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এই খবর পেয়ে জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব স্বশরীরে মরহুমের বাড়িতে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।গত ৫ ই সেপ্টেম্বর আলীকদম উপজেলাধীন ৩ নং নয়াপাডা ইউনিয়নের ০২ নং মংচা পাডা ওয়ার্ডের নাজেম উদ্দীন ০২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এর মৃত্যুর খবর শুনে ছুটে আসেন বান্দরবান জেলা বিএনপি (সদস্য সচিব) জনাব জাবেদ রেজাএই সময় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “দলের একজন সাধারণ কর্মীর অবদানও অমূল্য। তাদের ত্যাগ ও ভালোবাসাতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শক্তিশালী হয়ে ওঠে।”জেলা বিএনপির সদস্য সচিবের এই মানবিক উপস্থিতি আলীকদমবাসীর কাছে ব্যাপক সুনাম কুড়িয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁর এই আন্তরিকতা এবং সাধারণ কর্মীর পরিবারের পাশে দাঁড়ানোর ভূমিকাকে প্রশংসা করেছেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন