প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৫, ৮:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৫, ৬:৪৩ এ.এম
শিবচরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মাদারীপুর প্রতিনিধি, শেখ জায়েদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী শিবচরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শিবচরের প্রধান সড়কগুলোতে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে রঙিন বেলুন, ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে শহর। কয়েক হাজার মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে আনন্দ র্যালি বের হয়ে উপজেলা জুড়ে প্রদক্ষিণ করে।এ সময় মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর পক্ষ থেকে তাঁর নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, শিবচর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শামীম আহসান চৌধুরী, শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তুরাগ খান ও সদস্য সচিব সাইদুর বেপারী, শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিলন হাওলাদার ও সদস্য সচিব সিহাব মাদবর, সাবেক পাঁচ্চর ইউনিয়ন যুবদল সভাপতি ওসমান বেপারী, শ্রমিক দলের সভাপতি প্রার্থী নাসির হাওলাদার, সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ সুমন ফকির এবং তাতি দলের আহ্বায়ক ফারুক হোসেন।শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সমাপ্ত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত