ঝিনাইগাতীর তিনানী বাজারে জমি জুরপুর্বক দখলের অভিযোগ উঠেছে আশরাফ আলী ও নরেন চন্দ্র দাসের বিরুদ্ধে
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
-
৯
বার পড়া হয়েছে

মোঃ হাবিবুল্লা স্টাফ রিপোর্টার শেরপুর।
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের দেবোত্তর পাড়া গ্রামের মৃত আব্দুল গণি সরকারের ছেলে মোঃ রুহুল আমিনের সাড়ে ৩ শতাংশ জমি জুরপুর্বক দখল করে আসছে হাতিবান্ধা গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে মোঃ আশরাফ আলী ( ৫২) ও মৃত মিহির চন্দ্র দাসের ছেলে নরেন চন্দ্র দাস ( ৫০)মোঃরহুল আমিন বাদী হয়ে মোঃ আশরাফ আলী ও নরেন চন্দ্র দাসকে আসামি করে জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা দায়ের করেন। যাহার মামলার পিটিশন নং ৩৫৫/২০২৫মামলার সূত্রে জানা যায়, হাতিবান্ধা ইউনিয়নের তিনানী বাজারের ব্রীজের পশ্চিম পাশে, তাজ সুপার মার্কেটের উত্তর পাশে অবস্থিত ৩.৫০ শতাংশ জমি হাতিবান্ধা কোঅপারেটিভ সমিতির সভাপতি মোঃ আবুল কাশেমের নিকট হতে বিগত ২৮-১২-২০১১ ইং তারিখে রুহুল আমিন সাফ কবলা দলিল মূল্যে ক্রয় করেন। যাহার দলিল নং ৩৪০৫।মামলার সূত্রে আরো জানা যায়, উক্ত জমির মোঃ আশরাফ আলী ও নরেন চন্দ্র দাসের বৈধ কোন কাগজপত্র বা জমির দলিল না থাকার পরও তারা উক্ত জমি জুরপূর্বক দখল করে। যাহা ভুমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের পরিপন্থি।মামলার বাদী মোঃ রহুল আমিন বলেন, আমার ক্রয়কৃত জমিতে টিনসেড ঘর আশরাফ আলী ও নরেন চন্দ্র দাসের নিকট ভাড়া দেই। কিছু দিন তারা দোকান ঘরের ভাড়া পরিশোধ করেন কিন্তু পরে দীর্ঘদিন যাবত তারা ঘর ভাড়া পরিশোধ না করে আমার ক্রয়কৃত জমিসহ দোকানঘর দখল করার পায়তারা করে এবং তারা নিজেরাই দোকানঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলে পরে সেখানে নতুন ঘর নির্মাণ করে জমি দখলের চেষ্টা করে।মোঃ রহুল আমিন আরো বলেন, উক্ত জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা চলমান থাকা সত্বেও আশরাফ আলী ও নরেন চন্দ্র দাস আমার ক্রয়কৃত জমিতে বার বার নিষেধ করার পরও তারা ঘর নির্মাণ করতে আসে।৩ সেপ্টেম্বর বুধবার তারা পূণরায় ঘর নির্মাণ করতে আসলে আমি ঘর নির্মাণ কাজে বাধা দিতে গেলে আশরাফ আলী ও নরেন চন্দ্র দাস আমাকে মেরে ফেলার হুমকি দেয়। তারা দাঙ্গাবাজ, চাঁদাবাজ, কলহপ্রিয়, অপরের অর্থ সম্পদ আত্মসাৎকারী, অসৎ প্রকৃতির, সন্ত্রাসী শ্রেণির লোক হওয়ায় তারা ভাড়াটিয়া ষন্ডা গুন্ডাসহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমার জমি জুর পুর্বক দখল করতে আসলে আমি ও আমার পরিবারের লোকজন বাধা দিলে তারা আমাদেরকে খুন জখম করার হুমকি দিয়ে জোর পূর্বকভাবে আমার জমি দখল করে। আমি আইনের মাধ্যমে আশরাফ আলী ও নরেন চন্দ্র দাসের বিচার চাই
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন