প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৫, ৬:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ২:২৩ পি.এম
খুলনার দাকোপে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে
মোঃ শামীম হোসেন - স্টাফ রিপোর্টার
খুলনার দাকোপ উপজেলার দাকোপ ইউনিয়নের দাকোপ গ্রামে বজ্রপাতে বিমান সরদার (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ২টার দিকে নিজের জমিতে ধানরোপন করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিমান সরদার দাকোপ গ্রামের ৮নং ওয়াডের মৃত কিরন সরদারের ছেলে। তিনি নিজের বর্গা কৃত জমিতে ধানের চারা রোপন করছিলেন। স্থানীয়রা জানান, ধান রোপন করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিমান সরদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য জয়ন্ত কুমার রায় বলেন, বিমান সরদার জমিতে ধান রোপন করতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। নিহতের পরিবার সূত্রে জানাগেছে,তিনি ২পুত্র সন্তানের জনক ছিলেন। তার হঠাৎ মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত