নন্দীগ্রামে শহীদ জিয়ার প্রতিকৃতিতে বিএনপির শ্রদ্ধা
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
-
৯
বার পড়া হয়েছে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। জামে মসজিদসহ উপজেলাজুড়ে ধর্মীয় উপাসনালয়ে দোয়া-প্রার্থনা আয়োজন করে দলটির তৃণমূল ইউনিটের নেতাকর্মী।সোমবার সকালে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকার কার্যালয় চত্বরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন নেতারা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার।উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, গোলাপ আকন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহিন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নুরনবী।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন