হিজলায় আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
-
৭
বার পড়া হয়েছে

আলমগীর হোসেন হিজলা প্রতিনিধি:
৩০ আগস্ট ২০২৫ – হিজলা উপজেলার কৃতি সন্তান ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এম মাছুম সাহেবের শ্রদ্ধেয় পিতা মরহুম আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের রুহের মাগফেরাত কামনায় হিজলা উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ঢাকার রাওয়া ক্লাবের (লেডিস হল, ৫ম তলা) প্রাঙ্গণে বিকেল ৫টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মরহুমের বড় ছেলে এবং এফ এ আর গ্রুপের চেয়ারম্যান জনাব আব্দুল কাদের ফারুক। অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করেন বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ তসলিম উদ্দিন সিকদারসভাপতিত্ব করেন মেজার মোজাম্মেল হোসেন (অব.), সভাপতি, হিজলা উপজেলা কল্যাণ সমিতি। বক্তৃতা ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন প্রখ্যাত আলেম আলহাজ্ব মাওলানা সালাহউদ্দিন খান, প্রিন্সিপাল কাসেমুল ইসলামিয়া মাদ্রাসা, শামসুন্নাহার মহিলা মাদ্রাসা ও লুৎফুন্নেসা হাফেজিয়া মাদ্রাসা, হিজলা, বরিশাল।মাহফিলে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা মরহুম মোস্তাফিজুর রহমানের সমাজসেবা, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অবদান স্মরণ করে দোয়া ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন