ময়মনসিংহে রঘুনাথ জিউর আখড়া মন্দিরের নতুন কমিটি গঠন করা হয়েছে
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
-
৪
বার পড়া হয়েছে

এস. এম. কে. মিজান, ময়মনসিংহ।
ময়মনসিংহ নগরীর ৫ নং জুবলীঘাট এলাকায় অবস্থিত শ্রী শ্রী রঘুনাথ জিউর আখড়া মন্দিরের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।গত ২৪ আগষ্ট রবিবার মন্দির প্রাঙ্গণে আয়োজিত সভায় ২৬ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি ঘোষণা করা হয়।সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী শ্রী বাঁধন কুমার গোস্বামী সভাপতি এবং শ্রী তপন কুমার সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর আগে একই দিন মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়। পরবর্তীতে সে অনুযায়ী নতুন কমিটি গঠন করা হয়। যা আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।অন্যান্য পদাধিকারীগণ নতুন কমিটিতে হলেন, সিনিয়র সহ-সভাপতি- শ্রী গৌতম কুমার পোদ্দার, সহ-সভাপতি- শ্রী অসিত মজুমদার, শ্রী নৃপেশ রঞ্জন সরকার, শ্রী প্রদীপ কুমার ঘোষ। (শান্তি), শ্রী চন্দন ঘোষ, সহ-সাধারণ সম্পাদক-শ্রী সজল সমাদ্দার টিংকু ও শ্রী সুপ্রিয় বণিক, কোষাধ্যক্ষ শ্রী বাবুল পাল, দপ্তর সম্পাদক-শ্রী রঞ্জন দেব, প্রচার সম্পাদক-শ্রী জয় কুমার দে (বাপ্পি), এছাড়া কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন, শ্রী শ্যামল পাল, এ্যাড, বিপুল রায়, শ্রী পিযুষ সাহা, শ্রী অখিল ধর, শ্রী প্রবোধ সাহা, শ্রী নিপু সরকার, শ্রী সুব্রত পাল, শ্রী বিকাশ দাস, শ্রী তাপস সরকার এবং শ্রী রিপন চক্রবর্তী। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “সকলের সহযোগিতায় আমরা মন্দিরের উন্নয়নে কাজ করে যাব এবং শ্রী শ্রী রঘুনাথ জিউর আখড়া মন্দিরকে আরও সুন্দরভাবে গড়ে তুলব। প্রচার সম্পাদক জয় কুমার দে (বাপ্পি) বলেন প্রাচীন ও ঐতিহ্যবাহী এ মন্দিরের ইতিহাস সংরক্ষণ এবং তা সমগ্র দেশের সনাতনী ভক্তবৃন্দের কাছে পৌঁছে দেয়াই হবে তার ব্রত।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন