বৈষম্য দূর করতে আমরা রাজনীতির নতুন দর্শন নিয়ে এসেছি-সরোয়ার তুষার
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
-
১১
বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার
বিগত ১৬ বছর আওয়ামী ফ্যাসিস সরকার শাসনের নামে দেশকে শোষন করেছে। গুম খুন লুটপাট চাঁদাবাজি আর ভোট ডাকাতি করে মানুষের অধিকার হরন করেছে। রাষ্ট্রের প্রতিটি স্থরে বৈষম্য সৃষ্টি করে কেবল মুজিববাদীরাই সকল সুবিধা ভোগ করেছে। সেই দুঃশাসন থেকে মুক্তি পেতে ছাত্র জনতার নেতৃত্বে গনঅভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন হয়েছে। জাতীয় নাগরিক পার্টি খুলনার দাকোপ উপজেলা শাখা আয়োজিত কেন্দ্র ঘোষিত গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবীতে উঠানে নতুন সংবিধান শীর্ষক এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় দলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক সরোয়ার তুষার এ কথা বলেন। শুক্রবার বিকাল ৪ টায় দাকোপের চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে তিনি আরো বলেন, আমরা যে আশা নিয়ে এই আন্দোলন করেছিলাম বর্তমান সংবিধানে সেটি বাস্তবায়ন সম্ভব না। এই সংবিধান বিভাজন আর বৈষম্যের সংবিধান। বর্তমানে দেশে যে রাজনৈতিক শক্তি আছে তারা মুদ্রার এপিঠ আর ওপিঠ। যে কারনে আমাদের নতুন রাজনৈতিক দর্শন নিয়ে মাঠে নামতে হয়েছে। এনসিপির খুলনা জেলা প্রধান সমন্বয়ক হাফেজ মাহমুদ হাসান ফয়জুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক তানজির মাহমুদ, দক্ষিণাঞ্চালের যুগ্ম মূখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ। সংগঠনের দক্ষিণাঞ্চালের সংগঠক মোঃ ওয়াহিদ-উজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন এনসিপির খুলনা মহানগর সংগঠক ডাঃ মোঃ আব্দুল্লাহ চৌধুরী, খুলনা জেলা সংগঠক আরিফিন লিয়ন চৌধুরী, দাকোপ উপজেলা অবঃ সরঃ কর্মকর্তা কর্মচারী সমিতির সভাপতি এস এম এ রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন খুলনা মহানগরের মূখ্য সংগঠক সাজ্জাদুল ইসলাম আজাদ এবং স্থানীয় সংগঠক রাহাত সরদার ও খালিদ হাসান।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন