1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিবন্ধী ব্যক্তিদের , বই, খাতা, কলম বিতরণ অনুষ্ঠান ২০২৫ বৈষম্য দূর করতে আমরা রাজনীতির নতুন দর্শন নিয়ে এসেছি-সরোয়ার তুষার লাকসামে মাদকসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার খুলনার দাকোপে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে রঘুনাথ জিউর আখড়া মন্দিরের নতুন কমিটি গঠন করা হয়েছে গারো পাহাড়ে খাবারের সন্ধানে লোকালয়ে বন্য হাতির দল, দেখতে ভিড় জমাচ্ছে উৎসুক মানুষ! মতবিনিময় সভায় জিয়াউর রহমান পাপুল তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় রয়েছে দেশ পুনর্গঠনের রূপরেখা বগুড়ায় কবি কাজী নজরুলের ৪৯তম প্রয়াণ দিবস পালিত খুলনার দাকোপে নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত ১২ বছর ধরে শিকলবন্দী এক অসহায় মা, দিন গুনছেন সন্তানের আশায়।

বগুড়ায় কবি কাজী নজরুলের ৪৯তম প্রয়াণ দিবস পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

বগুড়া : প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে বগুড়ায় ইসলামিক স্টাডিজ গ্রুপের পবিত্র কুরআন খতম, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রয়াণ দিবসে কবিতা, গান, নৃত্যে জাতীয় কবিকে স্মরণ করে আমরা ক’জন শিল্পী গোষ্ঠী।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপ হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থার সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল। কবি কাজী নজরুল ইসলাম ও তাঁর পরিবারের মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা, দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সহ-সভাপতি মাওলানা আব্দুল খালিকের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংস্থার সহ সভাপতি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, প্রধান আলোচক ছিলেন নজরুল গবেষক ও কবি একে আজাদ। উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ গ্রুপের যুগ্ম সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম মুক্তা, কোষাধ্যক্ষ আফজাল হোসেন, কার্যনির্বাহী সদস্য মাওলানা কাজী ফজলুল করিম রাজু, মাওলানা রুহুল আমিন, আরেফ বিল্লাহ বিলু, ইসরাফিল হোসাইন, আব্দুল হান্নান, আব্দুল আজিজ।এদিকে জাতীয় কবি প্রয়াণ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার বিকেলে শহরের পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘আমারে দেব না ভুলিতে’ শিরোনামে এই আয়োজন করে আমরা ক’জন শিল্পী গোষ্ঠী ও ঋদ্ধ সৃজন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ। বক্তব্য দেন সোনাতলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণা তরফদার, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সংগীত প্রশিক্ষক ফজলুল রশিদ, ছড়াকার আব্দুল মমিন, কবি বখতিয়ার শামিম এবং সংগঠনের সদস্য সুমনা ইয়াসমিন সোমা প্রমুখ। সাংস্কৃতিক পর্বে সংগঠনের শিল্পীরা আব্দুল মোবিন জিন্নাহর পরিচালনায় আবৃত্তি পরিবেশন করে। মাহাবুব হাসান সোহাগের পরিকল্পনা ও পরিচালনায় দলীয় নৃত্য ও একক আবৃত্তি পরিবেশিত হয়। পুরো অনুষ্ঠানে সঞ্চালনা করেন তাসনিম ত্রয়ি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট