প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৮:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২৫, ৬:২৯ এ.এম
শেরপুরের ঝিনাইগাতীতে রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর স্বস্তি
ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের চকপাড়া গ্রামের কলোনি মোড় থেকে ফকিরের বাড়ি পর্যন্ত রাস্তার কাজ শুরু হওয়ার ফলে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরেছে । ধানশাইল ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিল থেকে ১০ লাখ টাকা ব্যয়ে রাস্তার কাজটি শুরু করা হয় । এই রাস্তা দিয়ে প্রতিদিন ৫ গ্রামের মানুষ যাতায়াত করে থাকে । রাস্তাটি বর্ষা মৌসুমে চলাচলের অযোগ্য হয়ে পড়ার ফলে জনসাধারণের চলাফেরা সহ কৃষি পণ্য আনয়ন করে বাজারজাত করা কষ্ট হয়ে পড়ে । রাস্তাটি কাদাযুক্ত হওয়ার কারনে ছোট ছোট যানবাহন ও পায়ে হেটে পথ পাড়ি দেওয়া ব্যাপক কষ্টে শিকার হতে হয় পথচারীদের । এ থেকে মুক্তি পাওয়ার জন্যে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল রাস্তার কাজটি করার উদ্যোগ গ্রহণ করেন । তার ফলশ্রæতিতে রাস্তার কাজটি শুরু করা হয়েছে । ফলে এলাকাবাসী উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে রাস্তার কাজটি ইটের সলিং উন্নতমানের হওয়ার ফলে তারা বেজায় খুশি হয়েছেন । এ ব্যাপারে ধানশাইল ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান উপজেলা নির্বাহী অফিসারের সদইচ্ছায় রাস্তার কাজটি শুরু হয়েছে । কাজটি সমাপ্ত হলে কয়েকটি গ্রামের মানুষ ভোগান্তি থেকে মুক্তি পাবে ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত