প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৮:২১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২৫, ৬:৩৪ এ.এম
নন্দীগ্রামে দইয়ের ওজন কম, জরিমানা গুনলেন দোকানি
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে গ্রামীণ জনপদের বাজারে দই মিষ্টির দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ওজন কম দেওয়া, উপাদান, মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকাসহ নানা অপরাধে একটি প্রতিষ্ঠানের জরিমানা করা হয়েছে।বুধবার (২৭ আগস্ট) দুপুরে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা আঞ্জুমান বানু। পরিদর্শনকালে ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা বাজারে জব্বার দইঘরে নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়। দোকানি হাতেনাতে ধরা খেয়ে অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চার হাজার টাকা অর্থদন্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।জানা গেছে, দই ঘরের পণ্যে মোড়কে ওজন, উপাদান, ব্যবহার-বিধি, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, প্যাকেটজাত ও উৎপাদনসহ মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অর্থদন্ডিত দোকানি আব্দুল জব্বার উপজেলার চাকলমা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর ছিলেন সেনেটারী ইন্সপেক্টর জামিল উদ্দিন, বেঞ্চ সহকারী ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত