প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৮:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২৫, ১:৩২ পি.এম
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দদের সাক্ষাৎ
তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার
আজ ২৮শে আগষ্ট, রোজ বৃহস্পতিবার বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলাপ-আলোচনা করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির একটি প্রতিনিধি দল।সেই সময় উক্ত আলোচনায় সভায় বিশেষ করে বেশি প্রাধান্য পায়, মোটর শ্রমিকদের সাংগঠনিক ভাবে সড়ক আইনের উপর বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহন করা। যাতে করে তারা খুব সহজেই ট্রাফিক আইন মেনে চলতে পারে ও নিয়ম কানুন জানতে পারে। যাতে করে অনেকখানি সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হবে। সেই সঙ্গে সড়ক দুর্ঘটনায় অঙ্গ হানি আহত শ্রমিকদের বিভিন্নভাবে পূর্ণবাসন এর সুবিধা, নিহত পরিবারকে আর্থিক ও সংগঠন থেকে বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করা সহ বিভিন্ন বিষয়ে নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ ব্যাপক আলাপ আলোচনা করা হয়।সেই সময় বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সংগঠনের কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সভাপতি মোঃ আব্দুল হামিদ মিটুল, সাধারণ সম্পাদক মোঃ সামছুজ্জামান সামছু সহ সংগঠন সিনিয়র নেতৃবৃন্দরা।সেই সময় বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি, চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, সিনিয়র যুগ্ম সম্পাদক এ এস এম রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আহসান হাবীব আতিক, সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল, দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফিজিওথেরাপিস্ট মোঃ আব্দুর রশিদ প্রমুখ।।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত