1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা—শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঃ সুনামগঞ্জে শাল্লায়  হাওর  ফসল রক্ষা  বাধেরকাজের উদ্বোধন  কাজিপুরে পৌর ইন্জিনিয়ার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

রামপাল উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সভাপতি তুহিন, সম্পাদক বাবু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

উৎসবমুখর পরিবেশে রামপাল উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৬ আগষ্ট) উপজেলার কাউন্সিলরের সরাসরি ভোট প্রয়োগের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম দিনব্যাপী এ সম্মেলন উদ্বোধন করেন।দলীয় সূত্র জানায়, দীর্ঘ দুই যুগ পরে দলীয় কাউন্সিলরদের প্রত্যাক্ষ ভোটের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন তৃণমূল বিএনপি। অধিবেশনের শুরুতে প্রধান অথিতির বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, প্রধান বক্তার বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরা, বিএনপির জাতীয় কমিটির সদস্য শেখ মজিবর রহমান, জাতীয় কমিটির সদস্য শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জাতীয় কমিটির সদস্য আয়েশা সিদ্দিকা মানি, জাতীয় কমিটির সদস্য এডভোকেট শফিকুল আলম মনা, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, যুগ্ম আহবায়ক শমসের আলী মোহন, রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মাইনুল ইসলাম সোহান।সভা সঞ্চালনা করেন রামপাল উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপিসহ রামপাল উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।কাউন্সিলের দ্বিতীয়ার্ধ ভোট গ্রহণ শুরু হয়। উপজেলার ১০ টি ইউনিয়নের ৭১০ জান কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে দুই জন, সাধারণ সম্পাদক পদে তিন জন, সাংগঠনিক সম্পাদক পদে মোট ৫ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে সভাপতি নির্বাচিত হন শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. আলতাফ হোসেন বাবু ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন মাসুদুর রহমান পিয়াল ও মো. আল আমিন হাওলাদার। নির্বাচন পরিচালনা করেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম গোরাসহ নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট