1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিবন্ধী ব্যক্তিদের , বই, খাতা, কলম বিতরণ অনুষ্ঠান ২০২৫ বৈষম্য দূর করতে আমরা রাজনীতির নতুন দর্শন নিয়ে এসেছি-সরোয়ার তুষার লাকসামে মাদকসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার খুলনার দাকোপে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে রঘুনাথ জিউর আখড়া মন্দিরের নতুন কমিটি গঠন করা হয়েছে গারো পাহাড়ে খাবারের সন্ধানে লোকালয়ে বন্য হাতির দল, দেখতে ভিড় জমাচ্ছে উৎসুক মানুষ! মতবিনিময় সভায় জিয়াউর রহমান পাপুল তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় রয়েছে দেশ পুনর্গঠনের রূপরেখা বগুড়ায় কবি কাজী নজরুলের ৪৯তম প্রয়াণ দিবস পালিত খুলনার দাকোপে নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত ১২ বছর ধরে শিকলবন্দী এক অসহায় মা, দিন গুনছেন সন্তানের আশায়।

বিনিয়োগের অর্থ অপচয় নয়, যেন দুর্নীতিমুক্ত থাকে – উপদেষ্টা শারমীন মুরশিদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

বগুড়া : প্রতিনিধি

অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বিনিয়োগকৃত অর্থ অপচয় হয়। যার প্রভাবে প্রান্তিক পর্যায়ে অনেকে সুফল থেকে বঞ্চিত হন। এই কর্মকান্ড যেন দুর্নীতিমুক্ত থাকে। নারীর অধিকার ও জেন্ডার সমতা নিশ্চিত করা একটি টেকসই সমাজের জন্য অপরিহার্য। এই প্রকল্প সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।গতকাল সোমবার দুপুরে বগুড়ায় নারী অধিকার, জেন্ডার সমতা ও জলবায়ু ন্যায্যতা নিশ্চিতকরণে নতুন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বগুড়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা। উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয় তুলে ধরেন।জেলায় ২০০ শয্যার শিশু হাসপাতালের দাবি জানিয়েছেন বগুড়া প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানু। তিনি বলেন, বগুড়ার শিশুরা নানা অসুখে আক্রান্ত হয়, কিন্তু পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া আধুনিক পার্কের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন শিশু সংগঠক আব্দুল খালেক। মন্ত্রণালয়ের উপদেষ্টা কথাগুলো শোনেন এবং উদ্যোগ নেয়ার আশ্বাস দেন।​নারীর ক্ষমতায়ন, জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার লক্ষ্যে প্রকল্প হাতে নেয়া হয়েছে। এটি বাস্তবায়ন করবে লাইট হাউজ কনসোর্টিয়াম। লাইট হাউজ, সোশ্যাল ডেভেলপমেন্ট সার্ভিস (এসডিএস) জয়পুরহাট, অগ্রণী মহিলা উন্নয়ন সংস্থা (এএমইউএস) যশোর এবং সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন সাতক্ষীরা অংশীদার হিসেবে কাজ করবে। নাগরিক অধিকার ও জলবায়ুর ন্যায্যতা শীর্ষক প্রকল্পের লক্ষ্য নারীর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ ও অধিকার আদায়ে তাদের সক্ষমতা বাড়ানো। জেন্ডার সহিংসতা প্রতিরোধ, জলবায়ু ঝুঁকির মোকাবিলা এবং বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখা।বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, নারীর ক্ষমতায়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। এই প্রকল্প বগুড়াসহ সমগ্র বাংলাদেশে নারীর জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। ​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লাইট হাউজের নির্বাহী প্রধান মো. হারুন অর রশীদ, বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা। প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান। বাংলাদেশ সিভিক এ্যাঙ্গেজমেন্ট ফান্ডের ফান্ড ম্যানেজমেন্ট এক্সপার্ট আজিজা আসফিন পিউ নাগরিকতা প্রোগ্রাম সম্পর্কে ধারণা দেন। এতে আমন্ত্রিত অতিথি, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট