মাদকবিরোধী অভিযানে হিজলায় ২ যুবক গ্রেপ্তার
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
-
১৬
বার পড়া হয়েছে

হিজলা প্রতিনিধি: আলমগীর হোসাইন
বরিশালের হিজলা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে হিজলা থানা পুলিশ। শুক্রবার (২৩ আগস্ট) উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনীভাঙ্গা ও বাজিতখা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো—পত্তনীভাঙ্গা গ্রামের আবুল মাতব্বরের ছেলে মোঃ সৌরভ মাতুব্বর (২৬) এবং বাজিতখা গ্রামের আব্দুর রহমান হাওলাদারের ছেলে মোঃ নাঈম হাওলাদার (২৯)।হিজলা থানা পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে মোট ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে হিজলা থানার মামলা নং-১৮, জিআর নং-২০৩/২৫, তারিখ-২৩/০৮/২০২৫ অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এ বিষয়ে হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, “আমাদের পুলিশের টিম নিয়মিত অভিযান চালাচ্ছে। আটক দুইজনকে মাদক নিয়ন্ত্রণ আইনের ধারায় জেল হাজতে পাঠানো হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন