প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ১০:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২৫, ১:৪২ পি.এম
বরিশালের হিজলায় নদীপাড়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
হিজলা (বরিশাল) প্রতিনিধি : আলমগীর হোসাইন
বরিশালের হিজলা উপজেলার কালিকাপুর গ্রামে নিখোঁজ হওয়ার একদিন পর নদীর পাড় থেকে মোঃ জলিল সরদার এর মরদেহ উদ্ধার করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট দুপুর আনুমানিক ১২টার দিকে কালিকাপুর গ্রামের বাসিন্দা জলিল সরদার ঘাস কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। দীর্ঘ সময় তাঁর খোঁজ না পেয়ে পরিবার ও স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে পড়েন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে।পরদিন ২৪ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে কালিকাপুর নদীর পাড়ে এক বৃদ্ধা নারী মরদেহটি দেখতে পান। পরে তিনি স্থানীয়দের জানান। খবর পেয়ে এলাকাবাসী সেখানে জড়ো হন এবং বিষয়টি প্রশাসনকে অবহিত করেন।পরে প্রশাসনের উপস্থিতিতে মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত