মোঃ শামীম হোসেন -স্টাফ রিপোর্টার
খুলনার দাকোপের লাউডোব খুটাখালী, বাজুয়া বাজারে ও বানিশান্তা বাজারে প্রশাসনের নজরদারির অভাবে ভয়মুক্ত ৩/৪ জন মাদক বিক্রেতা, বিক্রি করছে মরণ নেশা ইয়াবা। আরো অবাদে বিক্রি হচ্ছে বাংলা মদ, রেকটিফাইড স্পিরিট ও গাঁজা। উপজেলা দ্বিতীয় বড় বাজার খুটাখালী বাজার (বাজুয়া) মফস্বল এই জনপদে ৫ তারিখের পরে পরিবর্তিত পরিস্থিতিতে, দাকোপ থানা পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী পরিবার। আগে যারা গোপনে এই মাদকদ্রব্য বিক্রি করতো,এখন তারা বিক্রি করছে ভয়মুক্ত ভাবে প্রকাশ্যে,সমাজে দেখার কেউ নেই। কথা হয় এক ভুক্তভোগী পরিবারের সাথে,সংসারের একমাত্র আয় করা ব্যক্তি,সংসার চালাতে হিমশিম খায়,সে আবার নিজের ইয়াবায় আসক্ত, সহজ পথে টাকা ইনকাম করতে না পেরে, অনৈতিক কাজের মধ্যে জড়িয়ে পড়ার ভয় পাচ্ছে পরিবারটি। এখন নতুন নতুন মাদক বিক্রেতা তৈরি হচ্ছে এবং সাথে আছে পুরাতন বিক্রেতা। প্রথমে শখ করে,এরপর আসক্ত হয়ে পড়ছেন। সূত্র মতে, ৩৫০ টাকায় কিনতে হচ্ছে ১ টি ইয়াবা,প্রথম দিকে কম লাগলেও আসক্ত হয়ে পড়লে পরিমাণ বেড়ে যায়।নিয়মিত ইয়াবা সেবন করলে মস্তিষ্কে রক্ত ক্ষরন, নিদ্রাহীনতা, খিঁচুনি, ক্ষুধামন্দা এবং মস্তিষ্ক বিকৃতি দেখা যেতে পারে। ইয়াবা গ্রহণের ফলে ফুসফুস, বৃক্ক সমস্যা ছাড়াও অনিয়মিত এবং দ্রুতগতির হৃৎস্পন্দনের মতো সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত হারে ইয়াবা গ্রহণ হাইপারথাইরয়েডিজম বা উচ্চ শারীরিক তাপমাত্রার কারণ হতে পারে। সহজলভ্য হওয়ায় মাদকে ঝুকে পড়ছে তরুণ ও যুবসমাজ। মরণনেশা ইয়াবা থেকে যুবসমাজকে বাচাতে উপজেলা প্রশাসনের নিয়মিত মাদক বিরোধী অভিযান ও বিক্রেতা চিহ্নিত করে, শাস্তির ব্যবস্থা করতে দাবি জানিয়েছেন স্থানীয় সুধী সমাজ ও ভুক্তভোগী পরিবার।