প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ১০:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২৫, ৩:২৭ এ.এম
গাবতলীতে ষাটোর্ধ্ব বৃদ্ধা খুন, বসতবাড়ি ভাঙচুর-ডাকাতি
বগুড়া : প্রতিনিধি
বগুড়ার গাবতলী উপজেলায় রাজিয়া বেওয়া (৭৫) নামের বৃদ্ধাকে খুন করে বসতবাড়ি তছনছ ও সংঘবদ্ধ ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। নগদ ১০ লাখ টাকাসহ স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। নিহতের শিশু নাতিকে হাত-পা বেঁধে ফেলে রেখে গেছে অপরাধীরা।বৃহস্পতিবার রাত ১০টার দিকে গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামে ডাকাতি ও খুনের ঘটনা ঘটে। নিহত রাজিয়া ওই এলাকার মৃত আব্দুল প্রামানিকের স্ত্রী। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ছায়া তদন্ত করা হচ্ছে।নিহতের স্বজনরা জানান, রাজিয়া বেওয়ার ছোট ছেলে রঞ্জু প্রামাণিক ঢাকায় থেকে জীবিকা নির্বাহ করেন। ৮ বছর বয়সী নাতিকে নিয়ে বাড়িতে বসবাস করতেন বৃদ্ধা। বৃহস্পতিবার রাতে মুষলধারে বৃষ্টির সময় ঘর ভাড়া নেওয়ার কথা বলে একদল দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে। আকস্মিকভাবে তারা দড়ি দিয়ে রাজিয়া ও তার নাতির হাত-পা বেঁধে ফেলে। এরপর ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ প্রায় ১০ লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করে। এসময় বৃদ্ধা চিৎকার করার চেষ্টা করলে তাকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা।গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম বলেন, নগদ টাকা বা স্বর্ণালংকার লুটের ঘটনা আছে কি-না জানা নেই। লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের পরিবার অভিযোগ করলে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত