প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২১, ২০২৫, ৭:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২৫, ১:৪০ পি.এম
মান্দায় জামায়াতের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত
আল আমিন (নওগাঁ প্রতিনিধি): নওগাঁর মান্দায় ৮ নং কুসুম্বা ইউনিয়ন জামায়াতের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত। জামায়াতের গণ সংযোগ মান্দায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দার মাটি ও মানুষের নেতা এমপি প্রার্থী নওগাঁ-৪(মান্দা) ও জেলা জামায়াতের আমির খন্দকার আব্দুর রাকিব, বিশেষ অতিথি হিসেবে গণসংযোগ করেন জেলা কর্মপরিষদ সদস্য ও ওলামা বিভাগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোহাম্মদ মোস্তফা আল আমিন, উপজেলা আমির মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন মাস্টার, যুব বিভাগের সভাপতি জনাব মোঃ আব্দুল মালেক , ৮ নং কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আমজাদ হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ। উক্ত গণসংযোগ ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ হতে শুরু হয়ে বিলকরিল্যা , দেলুয়াবাড়ী হয়ে প্রসাদপুর বাজারে এসে শেষ হয়। গণসংযোগ উত্তর পথসভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুর রাকিব বলেন, গত ১৬ বছরের ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় নতুন করে একটি মহল ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে, তারা ৭১ এর চেতনার নামে নন-ইস্যূকে ইস্যু বানানোর চেষ্টা চালাচ্ছে, গত ৫৪ বছর চেতনার নাম করে ব্যাংক লুট করেছে, বালু মহল দখল করেছে, ভূমি দখল করেছে , পুকুর দখল করেছে, ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, বিশ্বজিৎকে হত্যা করেছে ,আবরার কে হত্যা করেছে, হাজার হাজার মানুষ কে গুম খুন করে হত্যা করেছে । জামাতের নেতাকর্মী চাঁদাবাজি করে না , সন্ত্রাসী করেনা টেন্ডারবাজি করে না , অশ্লীল কাজের সাথে জড়িত থাকে না, তাই ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে জামায়াতের দাঁড়িপাল্লায় ভোট দিন। সব প্রতীক দেখা শেষ এবারের বিজয়ের প্রতীক দাঁড়িপাল্লার বাংলাদেশ, ক্ষুধা-দারিদ্রমুক্ত বৈষম্যমুক্ত বেকার মুক্ত দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত দখলবাজ মুক্ত বাংলাদেশ গড়তে এবার সবাইকে জামায়াতের প্রার্থী কে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।#
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত