মোঃ আসাদুজ্জামান আসাদ ময়মনসিংহ।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০ নং বিসকা ইউনিয়নের মেছেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে জঙ্গলের ভেতরে মানবেতর জীবনযাপন করছেন ভূমিহীন রিপন মিয়া। স্ত্রী ও তিন সন্তান নিয়ে ঝড়-বৃষ্টির ভয়াবহ পরিস্থিতিতে পলিথিন দিয়ে তৈরি একটি ছোট্ট চাউনি ঘরে বসবাস করছেন তিনি। শারীরিকভাবে অসুস্থ হওয়ায় রিপন মিয়া নিয়মিত কাজ করতে পারেন না। কাজ না থাকলে পরিবারের সদস্যদের নিয়ে অনাহারে দিন কাটাতে হয় তাকে। ছোট ছোট সন্তানদের মুখে খাবার তুলে দিতে না পেরে হতাশায় দিন পার করছেন এই অসহায় পিতা। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে জঙ্গলের ভেতরে কষ্টকর জীবনযাপন করছেন রিপন মিয়া।ঘর বানিয়েছেন পলিথিন দিয়ে। খুবই কষ্টে দিনাতিপাত করছেন তিনি। যেন দেখার কেউই নেই। মানবিক দিক বিবেচনায় অসহায় এই পরিবারটির পাশে দাঁড়াতে প্রশাসনসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। তারাকান্দা উপজেলা প্রশাসনের সুদৃষ্টি ও সরকারি সহায়তা পেলে রিপন মিয়ার পরিবার নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখতে পারবে বলে আশা করছেন স্থানীয়রা।