বাঘায় বন্যার্তদের পাশে বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
-
৮
বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার বেলাল হোসেন রাজশাহী : রাজশাহীর বাঘা উপজেলার বিস্তীর্ণ পদ্মার চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী তিনি চরাঞ্চলের বিভিন্ন গ্রামে গিয়ে প্রায় এক হাজার পরিবারের মাঝে চাল, আটা, ডাল ও লবণ বিতরণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।স্থানীয়রা জানান, পদ্মার চরাঞ্চলের আতারপাড়া, চৌমাদিয়া, মানিকের চর, চকরাজাপুর, চর কালিদাসখালি, দাদপুর, পলাশী ফতেপুর ও দক্ষিণ পলাশী গ্রামের শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে পানিবন্দী হয়ে খাদ্য সংকটে ভুগছিল। এ অবস্থায় বিএনপি নেতা উজ্জলের দেওয়া ত্রাণ তাদের বড় সহায়তা হিসেবে এসেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চকরাজাপুর ইউনিয়নে প্রায় ১৫ হাজার মানুষের বসবাস। পদ্মা নদীঘেঁষা হওয়ায় প্রায় প্রতিবছরই বন্যার কবলে পড়ে এ অঞ্চল। চলতি বছর হঠাৎ পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙনে প্রায় দেড় হাজার বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। একই সঙ্গে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে চরম দুর্ভোগে পড়েছেন।এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে দুটি নৌকা যোগে বন্যার্তদের খোঁজ নিতে পৌঁছান বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল। তিনি বানভাসিদের উদ্দেশ্যে বলেন, “আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এসেছি। সামনের নির্বাচনে যদি আপনারা আমাদেরকে মূল্যায়ন করেন, তবে আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়নই হবে আমার অঙ্গীকার।”এ সময় ক্ষতিগ্রস্ত মানিকের চর এলাকর রুহুল আমিন বলেন,“বিপদটা সত্যিই অসহনীয়। কিছুদিন আগে হঠাৎ পদ্মার পানি বৃদ্ধি পেয়েছিল, আমাদের ঘরবাড়ি ও ফসলের অনেকটাই নদী তলায় চলে গেছে। খাবারের সমস্যা দেখা দিয়েছে। আজ বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জলের দেওয়া ত্রাণ এসেছে, সেটি আমাদের জন্য খুব বড় সহায়তা।”ক্ষতিগ্রস্ত পরিবার গুলো আরো জানান, “আমরা অনেক দিন ধরে পানি বন্দি। আমাদের ঘরবাড়ি ভেঙে গেছে, রান্নার জন্য কাঠও নেই। আজ এখানে ত্রাণ পেয়ে খুবই খুশি। আমরা বুঝতে পারছি, এমন সময় আমাদের পাশে কেউ দাঁড়াচ্ছে। ত্রাণের সঙ্গে এই সাহায্য আমাদের জন্য মানসিক সহায়তাও হলো।”ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন, বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন পলাশ, আড়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ আলী মনিল, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব আশরাফ দৌলা, চারঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন