প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২১, ২০২৫, ৬:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২৫, ৫:৪৫ এ.এম
ঝিনাইগাতীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বুধবার বিকালে উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধানহাটি মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মো: শহিদুল্লাহর সভাপতিত্বে মেহেদী হাসান বিপ্লবের সঞ্চালনায় কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসাবে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বক্তব্য রাখেন। বিএনপি নেতা শাহাজাহান আকন্দ, আব্দুল মান্নান, লুৎফর রহমান, আব্দুল মান্নান হিরা বক্তব্য রাখেন। এর আগে উপজেলার ৭টি ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপির অফিসের সামনে সমবেত হন।এ সময় প্রধান অতিথি রুবেল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পতাকার নিচে সকলকে সমবেত হয়ে ধানের শীষের প্রতিকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আহবান রাখেন। অপরদিকে উপজেলার স্বেচ্ছাসেবক দলের আর একটি মিছিল শহরে প্রদক্ষিন করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত