প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৪:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২৫, ২:২৫ পি.এম
খুলনার দাকোপে সুন্দরবন ও তার সংলগ্ন অঞ্চলে প্লাস্টিক পলিথিন দূষন প্রতিরোধে শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ শামীম হোসেন- স্টাফ রিপোর্টার
খুলনার দাকোপে সুন্দরবন ও তার সংলগ্ন অঞ্চলে প্লাস্টিক পলিথিন দূষন প্রতিরোধে শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট বুধবার বেলা ১১ টায় রূপান্তরের আয়োজনে বুড়িরডাবুর এস ইএসডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সেমিনার কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় রূপান্তরের উপজেলা দায়িত্বরত কর্মকর্তা বিপাশা রায় এর উপস্থাপনায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকল্যান মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম। সভায় উপস্থিত থেকে অনান্যদের মধ্যে বক্তব্য দেন অবসর প্রাপ্ত প্রভাষক, চালনা এম এম কলেজের গৌরাঙ্গ প্রসাদ রায়, লাউডোব টহল ফাড়ীর ভারপ্রাপ্ত ফরেস্ট কর্মকর্তা মোঃ নাজমুল হক, দাকোপ প্রেসক্লার নব-নির্বাচিত সভাপতি মোঃ শামীম হোসেন, শিক্ষক কুমারেশ রায়, দিলীপ মন্ডল, দেবাশীষ রায় প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন ইয়ুথ ফর সুন্দরবন গ্রুপের দাকোপ উপজেলার সদস্যবৃন্দ ও এলাকার সুধীজন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত