প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ৭:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ৩:১০ পি.এম
হিজলায় ইসলামী আন্দোলনের প্রার্থীর দিনব্যাপী গণসংযোগ ও মতবিনিময়
হিজলা প্রতিনিধি: আলমগীর হোসাইন
আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতী সৈয়দ এছহাক মোহাম্মদ আবুল খায়ের (হাতপাখা প্রতীক) হিজলা উপজেলায় দিনব্যাপী গণসংযোগ, মতবিনিময় ও নির্বাচনী কার্যক্রমে অংশ নেন।সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির শুরুতে প্রার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে তিনি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ ও হিজলার সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন।এরপর তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন মুফতী আবুল খায়ের।দিবসের বিভিন্ন সময়ে তিনি হিজলার বিভিন্ন বাজার, জনবহুল এলাকা ও পাড়া-মহল্লায় সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় তিনি দলীয় নীতিমালা, উন্নয়ন ভাবনা ও জনকল্যাণমূলক পরিকল্পনার কথা তুলে ধরেন।সন্ধ্যায় হিজলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনী প্রস্তুতি, প্রচারণা কৌশল, কর্মীদের করণীয় এবং মাঠপর্যায়ে দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা শেষে দেশ, জাতি ও নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার সভাপতি সৈয়দ মোজাম্মেল হক মাকসুদ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন কালাম। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত