সৌদিআরব ওমরা করতে আসে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যান
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
-
১
বার পড়া হয়েছে

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি
মোসাৎ সাথী বেগম। পিতা – আউয়াল মাতাব্বর। দেশের বাড়ি চন্দ্র বাজার, শলিল দিয়া, ফরিদপুর।গত মাসের ২৫ তারিখ স্বামী আরফান খান ভাই ওমরা করতে নিয়ে আসেন তার আদরের স্ত্রীকে সৌদি আরব। ওমরা করে রিয়াদে ফ্যামিলি বাসায় থাকছেন দুজন। আজ সকালে আরফান ভাই যখন কাজে যায় সে সুযোগ এ সাথী ভাবি বাসায় থাকা গয়না,টাকা,ব্যাগ এবং যাবতীয় ডকুমেন্ট নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যান। ভাবির এভাবে চলে যাওয়া দেখে আরফান ভাই খুব হতাশ এবং ভেঙে পড়েছেন। আর তাই এর থেকে বেশী কিছু এখন আপনাদের আর জানাতে পারছি না। তবে এই ঘটনার পর পর আরফান ভাই ভাবিকে অনেক খুঁজেছে কোথাও পায়নি। প্রেম করে বিয়ে করেছিলেন তিনি তাই বউ এর এমন চলে যাওয়া কোন ভাবেই মেনে নিতে পারছেন না।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন